Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
RERMP-2 প্রকল্পভূক্ত আগানগর ইউনিয়নে রাস্তা রক্ষনাবেক্ষনের জন্য মহিলা বাছাইয়ের কাজ সম্পন্ন
Details

আগানগর ইউনিয়ন পরিষদের স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে দুঃস্থ অসহায়( যাদের বয়স ৩৫ বছরের মধ্যে,যারা ভিজিডি বা সরকারী অন্যান্য সুবিধা স্থায়ী ভাবে পাচ্ছেন এবং যারা পূবে এ প্রকল্পে কাজ করেছেন তারা ব্যাতিত সকল দুঃস্থ মহিলাগন) ১০ জন মহিলা কমী প্রকল্পের নীতি মালা অনুসারে ৪(চার)বছর মেয়াদের জন্য নিয়োগ করা হইবে । গত ২৫-০৯-২০১৩ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় আগানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কমী বাছাই করা হয় । বিগত ২৫-০৮-২০১৩ খিঃ তারিখে উপজেলা প্রকৌশলীর কাযালয় হইতে চিঠি প্রাপ্তির পর ,এ বিষয়ে ইউনিয়ন পরিষদের এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রত্যেক ওয়াড প্রতি নিধিগন  স্ব স্ব এলাকায় প্রচারের মাধ্যমে মহিলাদেরকে জানানো হইবে এবং স্বচ্চতার ভিত্তিতে সকলের জন্য এক আইন প্রয়োগ করে মহিলা কমী নিয়োগ করা হবে এবং নিয়ম ও নীতিমালা অনুযায়ী প্রকাশ্যে লটারীর মাধ্যমে মহিলা কমী নিয়োগ দেওয়া হইবে। পরে ৩১-০৮-২০১৩ তারিখ ইউনিয়ন পরিষদ হইতে নোটিশ জারি করা হয়,নোটিশে কমী নিয়োগের জন্য সকল গরুত্বপূন  নিয়মাবলী উল্লেখ করে প্রথমে ১০-৯-২০১৩ তারিখ,পরবতিতে ২৫-০৯-২০১৩ তারিখ আগ্রহী মহিলা কমীগনকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য নোটিশে উল্লেখ করা হয়। 

নিধারীত তারিখে সব্বোমোট ৩৬জন আগ্রহী মহিলা কমী আবেদন পত্র জমা দেন। নীতিমালার আওতার বাহিরে,৩৫ উধ্ধ বয়স ও ভিজিডি কাড ধারী গনকে বাছাই কালীন সময়ে বাদ দেওয়ার পর ১৬ জন মহিলা কমীকে লটারীতে অংশ গ্রহন করার অনুমতি দেওয়া হয়। লটারী করার সময় ১৬ জন মহিলা কমীগন নিজেরাই এক এক করে লটারীতে অংশ করে। ইউনিয়ন পরিষদের হল রুমে প্রকাশ্যে লটারী অনুষ্ঠিত হয়। লটারীর মাধ্যমে প্রথমে ১০ জনের নাম ও পরে ১৬ জনের সিরিয়াল করে নাম লেখা হয়। পরে লটারীতে বিজয়ী ১০ জনের নাম চুরান্ত ভাবে প্রকাশ করা হয় এবং ৬ জনকে অপেক্ষমান তালিকায় অন্তভূক্ত করে চুরান্ত ভাবে মহিলা কমী নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য যে, অপেক্ষমান তালিকার ৬ জন এবং বাছাইকালীন সময়ে বাদ পড়া কমীদের দরিদ্রদের জন্য কমসংস্থান কম

সূচীর আওতায় প্রকল্পে কাজ বাস্তবায়নের জন্য কাজে যোগদানের প্রস্তাব করিলে সকলেই এ কমসূচীতে কাজ করার আগ্রহ প্রকাশ করে এবং তাদেরকে EGGP কাজে যোগ দানের জন্য নিয়োগ করা হয়।

Attachments
Publish Date
25/08/2013