আগামী ২৩/০৮/২০১৫ খ্রিঃ তারিখ রোজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় মাননীয় জেলা প্রশাসক মহোদয় আগানগর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ,ইউডিসি পরিদর্শনের জন্য আগমন করিবেন। অত্র ইউনিয়নে সফরকালে তিনি প্রথমেই ইউপির অথায়নে শরাপতি ভূইয়া বাড়ীর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় স্থাপন কৃত সোলার প্যানেল পরিদশন করিবেন,তিনি এতিম খানার ছাত্র ছাত্রীদের সহিত কিছুটা সময় কাটানোর পর তিনি,জননেত্রী শেখ হাসিনার ধ্যান ধারনায় সৃষ্ট দরিদ্র মানুষের স্বা্বলম্বী হওয়ার জন্য একটি বাড়ী খামার প্রকেল্পের একটি সফল প্রকল্প আগানগর ইউনিয়নের ৬নং ওয়াডের সিঙ্গাচো গ্রামে প্রকল্পের উপকারভোগী ৬০টি পরিবারের সহিত মতবিনিময় সভায় মিলিত হবেন,পরে তিনি ইউনিয়নে শুরু হওয়া অতি দরিদ্রদের জন্য কমসংস্থান করমসূছীর আওতায় চলিত প্রকল্প সমূহ পরিদশণ করবেন।পরে তিনি ইউনিয়ন পরিষদ কাযালয় পরিদশন করবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস